বুধবার ৩০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

AD | ১৭ এপ্রিল ২০২৫ ২১ : ৩৫Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নীলরতন সরকার মেডিকেল কলেজের (এনআরএস) সঙ্গে সমাজ সেবামূলক প্রতিষ্ঠান 'সাম্য' এবং সোসাইটি অফ পিডিয়াট্রিক নিউরোলজি বেঙ্গল ইন অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল একাডেমি অফ পেডিয়াট্রিক্স এবং চ্যাপ্টার অফ নিউরো ডেভলপমেন্টাল পেডিয়াট্রিক্স-এর যৌথ উদ্যোগে এবার অটিস্টিক (অটিজম চাইল্ড) শিশুদের জন্য অভিনব উদ্যোগ ও শিক্ষামূলক কর্মসূচি শুরু হল। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা মেডিকেল কলেজের শিশু বিভাগের চিকিৎসক ও অধ্যাপক মিহির সরকার, এনআরএস-এর শিশু নিউরো বিভাগের চিকিৎসক যশোধরা চৌধুরী-সহ মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভিন্ন চিকিৎসকরা। 

অটিজম রোগে আক্রান্ত শিশুরা জন্মের পর থেকে নানারকম সমস্যার শিকার হয়, এবং চিকিৎসার কারণে তাদের পরিবার নানা সমস্যা সম্মুখীন হন অর্থনৈতিক ও প্রকৃত প্রশিক্ষণের কারণে। মূলত কলকাতা থেকে দূরের গ্রামগুলিতে মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া-সহ বিভিন্ন জেলার শিশুদের পরিবার তাদের সন্তানদের চিকিৎসার জন্য শহরে ছুটে আসছেন। অনেক ক্ষেত্রেই বেসরকারি প্রতিষ্ঠান গুলিতে চিকিৎসা পরামর্শ বা চিকিৎসা নিতে ব্যর্থ হয় আর্থিক সঙ্গতি না থাকার জন্য। 

এবার সেই শিশুদের কথা মাথায় রেখেই এনআরএস 'সাম্য' সেবা প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে যশোধারা চৌধুরী বলেন, "গ্রামের বহু শিশুরা যারা এই রোগে আক্রান্ত, ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না আর্থিক সঙ্গতি এবং প্রকৃত প্রশিক্ষণের কারণে। এর জন্য বাবা-মাকেও প্রকৃত শিক্ষিত হওয়া প্রয়োজন। শুধু একদিন চিকিৎসা করাতে নিয়ে গেলেই হবে না, বাবা-মাকেও সচেতন থাকতে হবে এবং এই বিষয়ে জানতে হবে। সেই সচেতনায় আজকে আমাদের এই অনুষ্ঠান। রাজ্য সরকারের সঙ্গেও আমরা কথা বলেছি যাতে আরও বৃহৎ আকারে এই চিকিৎসা পরিকাঠামো বাড়ানো যায়।"

এই নিয়ে কথা বললে কলকাতা মেডিকেল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক মিহির সরকার বলেন, "শিশুদের পরিবারের সচেতনতার জন্যই আজকের এই প্রয়াস। তবে এটা কোনও ছোটখাটো বিষয় নয় এবং একদিনে হবে না, এর জন্য অটিজম শিশুদের বাবা-মাকেও এ বিষয়ে শিক্ষিত হতে হবে।"

কলকাতা নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল চিকিৎসক ইন্দিরা-দে এ প্রসঙ্গে বলেন, "আজকের এই পুরো বিষয়টাই উদ্যোগ নিয়েছে ও দেখছেন চিকিৎসক যশোধরা চৌধুরী, আমরা চেষ্টা করছি যাতে শিশুদের পরিবারকে আরও সচেতন করা যায়। আমরা এখান থেকে মূলত উপদেশ দেওয়ার ব্যবস্থা করেছি। আরও বড় বিষয়, এখান থেকে জেনে গিয়ে বাবা-মায়েদেরও পদ্ধতিগুলি মেনে চলতে হবে। এখানে অটিজম শিশুদের থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের অভিভাবকদের।"  তবে রাজ্য সরকারের সহযোগিতার বিষয়ে তিনি বলেন, "রাজ্য সরকারের সঙ্গে কথা তেমন কিছু এগোয়নি বা কোন পদক্ষেপ এখনো হয়নি, তবে চেষ্টা করছি, কথা চলছে।"


NRS HospitalAutism

নানান খবর

নানান খবর

কলকাতার মেছুয়া বাজারে হোটেলে আগুন, মৃত ১, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

খাস কলকাতায় উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ গুলি, গ্রেপ্তার ১

ডগ-স্কোয়াড: তদন্তকারি আধিকারিকরা কীভাবে শিখছেন তদন্তপ্রক্রিয়া, কোন পদ্ধতি অনুসরণ করতে হয় তাঁদের

কসবায় সিপিএমের পার্টি অফিসে তুমুল মারামারি, কামড়াকামড়ি, রক্তাক্ত হল বৈঠক

রক্ত ও চামড়ার মাধ্যমে অ্যালার্জি পরীক্ষা, রাজ্যে প্রথম গবেষণামূলক পরীক্ষাকেন্দ্র চালু হচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজে

হ্যাকফেস্ট ২০২৫: টেকনো ইন্ডিয়া গ্রুপ ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনের এক মহোৎসব

ধাপায় আগুন, কালো ধোঁয়াতে ঢাকল গোটা এলাকা

এক মাস ধরে প্রতিদিন সাত ঘণ্টা করে বন্ধ থাকবে মা উড়ালপুল, কবে থেকে কোন বিকল্প পথে যান চলাচল?

দিঘাগামী পুণ্যার্থীদের জন্য সুখবর, কলকাতা থেকে চলবে একগুচ্ছ ট্রেন

শিশু থেকে কৈশোর 'রক্তাল্পতা' রোগে আক্রান্তের কারণ কি খাদ্যাভ্যাস, না কি এর নেপথ্যে বড় কোনও সমস্যা?

খাস কলকাতায় পাল্লা দিয়ে বেড়েছে বাইক চুরি, তদন্তে নেমেই চরম পদক্ষেপ গোয়েন্দা বিভাগের

বিবাহ বহির্ভূত প্রেম! সন্দেহের বশে স্ত্রীকে খুন করলেন স্বামী, খাস কলকাতায় ভয়াবহ ঘটনা

কলকাতার কম্যান্ড হাসপাতালে নার্সিং ক্যাডার নিযুক্তিকরণ অনুষ্ঠান

সপ্তাহান্তে চলবে না ইস্ট-ওয়েস্ট মেট্রো, সোমবারেও বন্ধ পরিষেবা, কারণ কী?

যুবকের দেহ উদ্ধারে সাতসকালে চাঞ্চল্য ছড়াল কলকাতায়

সোশ্যাল মিডিয়া